About Us

About Us প্রাচ্যের ড্যান্ডি খ্যাত ঐতিহাসিক নারায়ণগঞ্জ বিভিন্ন সময়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে তার সূর্য্য সন্তানদের জন্য। এই নগর হতে বিখ্যাত ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে দেশে বিদেশে তাদের অবদান রেখেছেন। সাধারণতঃ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ব্যপক চ্যালেঞ্জের সম্মুখিন হতে হয়। কিন্তু এই দশ/বারো বছরে যদি আন্তর্জাতিক মানের একটি চলমান শিক্ষা গ্রহণ করা যায় তাহলে দেশে বা বিদেশে উচ্চ শিক্ষার্থে খুব সহজেই চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজনীয়তা উপলব্ধি থেকেই একটি ভালোমানের স্কুল প্রতিষ্ঠার এই প্রচেষ্টা আমাদের। এরই ফলাফল- “CHILD CARE SCHOOL”। এটিকে আমরা শুধু একটি ভালো স্কুলই নয়, বরং ক্রমান্বয়ে একটি পূর্নাঙ্গ শিক্ষা গবেষণা ইনিষ্টিটিউট-এ পরিণত করতে সচেষ্ট থাকব। বিশ্বের বিখ্যাত স্কুল/শিক্ষা গবেষনা কেন্দ্র হতে শিক্ষা প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি ইত্যাদির ধারনা গ্রহণ করে আমাদের প্রতিষ্ঠানকে সেই অনুযায়ী আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের পরিকল্পনা যাতে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্যতা অর্জন করতে পারে। কোমলমতি শিশুদের একটি আনন্দমুখর ও পারিবারিক পরিবেশে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চাইল্ড কেয়ার স্কুলই সেরা।

******** চাইল্ড কেয়ার স্কুল ওয়েবপেইজে আপনাকে স্বাগতম। বিদ্যালয় সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন- 01613 222 666 অথবা 0613 222 777 নম্বরে **************** চাইল্ড কেয়ার স্কুল ওয়েবপেইজে আপনাকে স্বাগতম। বিদ্যালয় সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন- 01613 222 666 অথবা 0613 222 777 নম্বরে ******

আসসালামু আলাইকুম, সম্মানিত অভিভাবকবৃন্দকে অবহিত করা যাচ্ছে যে, আগামী ১৬/০৩/২০২৫ খ্রি. রবিবার হতে ০৬/০৪/২০২৫ খ্রি. রবিবার  পর্যন্ত পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, জমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০৭/০৪/২০২৫ খ্রি. রোজ সোমবার থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে। 

বি.দ্র: ২০/০৪/২০২৫ খ্রি. পর্যন্ত (সকল ১০:০০ টা  থেকে দুপুর ১২:০০ পর্যন্ত ) অফিস কার্যক্রম চলবে।