প্রাচ্যের ড্যান্ডি খ্যাত ঐতিহাসিক নারায়ণগঞ্জ বিভিন্ন সময়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে তার সূর্য্য সন্তানদের জন্য। এই নগর হতে বিখ্যাত ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে দেশে বিদেশে তাদের অবদান রেখেছেন।
সাধারণতঃ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ব্যপক চ্যালেঞ্জের সম্মুখিন হতে হয়। কিন্তু এই দশ/বারো বছরে যদি আন্তর্জাতিক মানের একটি চলমান শিক্ষা গ্রহণ করা যায় তাহলে দেশে বা বিদেশে উচ্চ শিক্ষার্থে খুব সহজেই চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব।
ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজনীয়তা উপলব্ধি থেকেই একটি ভালোমানের স্কুল প্রতিষ্ঠার এই প্রচেষ্টা আমাদের। এরই ফলাফল- “CHILD CARE SCHOOL”। এটিকে আমরা শুধু একটি ভালো স্কুলই নয়, বরং ক্রমান্বয়ে একটি পূর্নাঙ্গ শিক্ষা গবেষণা ইনিষ্টিটিউট-এ পরিণত করতে সচেষ্ট থাকব। বিশ্বের বিখ্যাত স্কুল/শিক্ষা গবেষনা কেন্দ্র হতে শিক্ষা প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি ইত্যাদির ধারনা গ্রহণ করে আমাদের প্রতিষ্ঠানকে সেই অনুযায়ী আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের পরিকল্পনা যাতে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্যতা অর্জন করতে পারে।
কোমলমতি শিশুদের একটি আনন্দমুখর ও পারিবারিক পরিবেশে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চাইল্ড কেয়ার স্কুলই সেরা।

সমৃদ্ধ ভবিষ্যতের শুরু সুশিক্ষায়

ডাঃ মোঃ শামীম ভূঁইয়া ডায়াবেটোলজিস্ট নারায়ণগঞ্জ ডায়াবিটিক হাসপাতাল সভাপতি, চাইল্ড কেয়ার স্কুল।
মোঃ সামসুল হক প্রতিষ্ঠাতা পরিচালক ভারপ্রাপ্ত অধ্যক্ষ
Child Care School at a Glance
Current Enrollments
+
Qualified Teachers
0 +
Staffs
0 +

সম্মানিত অভিভাবক বৃন্দ,
আস্‌সালামু আলাইকুম ৷ শিশুর প্রথম বিদ্যাপাঠ তার বাড়ী এবং প্রথম শিক্ষক তার মা ৷ একজন শিক্ষিত মা জাতিকে উপহার দিতে পারে একটি শিক্ষিত ও আদর্শ সন্তান ৷ পক্ষান্তরে জন্মদাতা হওয়া সহজ কিন্তু একজন আদর্শ পিতা হওয়া কঠিন ৷ একজন বিচক্ষণ মা ও একটি যত্নশীল পরিবার একজন শিশুর জন্য আশির্বাদ স্বরূপ ৷ শুধু পথ চললেই লক্ষ্যে পৌছানো যায় না, চলতে হয় কঠিন পথে ৷ আমরা আপনাদের সাথে নিয়ে সন্তানের ভবিষ্যত গড়তে সেই সঠিক পথেই এগিয়ে যেতে চাই ৷ আপনাদের সহযোগিতা এবং আমাদের প্রচেষ্টা এই দুইএ মিলে ওদের সুন্দর ভবিষ্যত গড়তে আসুন আমরা তাদের পরিচালিত করি সুনিশ্চিত সাফল্যের পথে ৷ কোমলমতি শিশুদের উপর অপ্রয়োজনীয় বিদ্যাভার চাপিয়ে না দিয়ে আমরা তাদের এগিয়ে নিয়ে যাবো কাঙ্খিত লক্ষ্যে ৷ ধ্যানে ও জ্ঞানে তাদের গড়ে তুলব প্রকৃত মানুষ হিসাবে ৷
এই স্বপ্ন বাস্তবায়নে মহান আল্লাহ তায়ালা আমাদের তওফিক দান করুন ৷

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) চাইল্ড কেয়ার স্কুল

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

শিশুদের যথাযথ মানসিক ও শারীরিক বিকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা।
বাংলা মাধ্যম স্কুলে পড়েও যেন শিশু কিশোররা ইংরেজীতে পূর্ণ দক্ষতা অর্জন করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা।
শিশুদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ডিজিটাল পদ্ধতির সমন্বয়ে গড়া শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত ও অভ্যস্থ করা।
পুথিগত বিদ্যার সাথে সাথে ধর্মীয়, সামাজিক ও নৈতিক শিক্ষায় বাচ্চাদের শিক্ষিত করা।

Our Co-curricular Activities

শিশুর মেধা, প্রতিভা, নৈতিক মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকাশে সার্বিক যত্ন নেয়া।
সুন্দর হাতের লেখা এবং বাংলা ও ইংরেজীতে কথা বলা শেখাতে যত্নশীল।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, বক্তৃতা, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, বই পড়া ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীর প্রতিভা বিকাশ এবং প্রতিযোগীতার ব্যবস্থা করা।
শিক্ষার্থীকে ধার্মিক ও উন্নত নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
মুসলিম বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি নামাজ ও কুরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণ এবং অমুসলিম বাচ্চাদের জন্য নিজ নিজ ধর্মীয় বিষয় অন্তর্ভুক্ত করা।
শিক্ষার্থীদের বিশেষ যত্নে পর্যাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর ব্যবস্থা করা।
উন্নতমানের পরিবেশ, সুপ্রসস্থ খেলার জায়গা, বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ও I.P.S এর সু-ব্যবস্থা।
নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।
প্রথম শ্রেণী থেকেই সৃজনশীল পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিশুদের অভ্যস্থকরণ এবং M.C.Q পদ্ধতিতে প্রশ্ন প্রনয়ণ করা।
সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর পাঠ উন্নয়ন যাচাই।
দূর্বল শিক্ষার্থীদের জন্য শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে আলোচনা করে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ।
স্কুল পাঠাগার থেকে পাঠ্যসূচীর বাইরে শিশু উপযোগী বিনোদন ও জ্ঞানমূলক নানা ধরনের বই প্রদানের মাধ্যমে শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলা।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সম্পূর্ন আলাদা ব্যবস্থা গ্রহণ।
অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা ও পরামর্শ গ্রহণ।
সরকারী প্রাথমিক শিক্ষা সমাপনী ও বৃত্তি পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের সুযোগ।
শিক্ষার্থীদের গাইড নির্ভর না করে প্রতি শ্রেণীতে শিক্ষকদের তৈরী হ্যান্ড নোট প্রদানের ব্যবস্থা।
গ্রেডিং (Grading) পদ্ধতিতে পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরষ্কারের ব্যবস্থা গ্রহণ।
মাল্টিমেডিয়া (Multimedia) ক্লাসরুমের ব্যবস্থা।
পর্যায়ক্রমে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা।
‘মুভি ডে’ এর মাধ্যমে শিক্ষার্থীদের বিনোদন মূলক বাস্তবমূখী শিক্ষা প্রদান।
আমরাই নারায়ণগঞ্জে প্রথম ও একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যারা পৃথকভাবে মান-নিয়ন্ত্রণ বিভাগ (Quality Control Department) প্রতিষ্ঠা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

******** চাইল্ড কেয়ার স্কুল ওয়েবপেইজে আপনাকে স্বাগতম। বিদ্যালয় সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন- 01613 222 666 অথবা 0613 222 777 নম্বরে **************** চাইল্ড কেয়ার স্কুল ওয়েবপেইজে আপনাকে স্বাগতম। বিদ্যালয় সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন- 01613 222 666 অথবা 0613 222 777 নম্বরে ******

আসসালামু আলাইকুম, সম্মানিত অভিভাবকবৃন্দকে অবহিত করা যাচ্ছে যে, আগামী ১৬/০৩/২০২৫ খ্রি. রবিবার হতে ০৬/০৪/২০২৫ খ্রি. রবিবার  পর্যন্ত পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, জমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০৭/০৪/২০২৫ খ্রি. রোজ সোমবার থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে। 

বি.দ্র: ২০/০৪/২০২৫ খ্রি. পর্যন্ত (সকল ১০:০০ টা  থেকে দুপুর ১২:০০ পর্যন্ত ) অফিস কার্যক্রম চলবে।