চাইল্ড কেয়ার স্কুল

পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টন

চাইল্ড কেয়ার স্কুলের লেখাপড়া সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত এবং ফলাফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে ৷ প্রতি শিক্ষাবর্ষকে তিনটি সেমিস্টারে ভাগ করে প্রত্যেক সেমিস্টার পরীক্ষার ৩০ দিন পূর্বে একটি টিউটরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ এছাড়া প্রতি ১০টি ক্লাস শেষে একটি পাঠ উন্নয়ন যাচাই পরীক্ষা হবে ৷ প্রত্যেক সেমিস্টার পরীক্ষাতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রথম দশ জনের নাম ঘোষণা করা হবে এবং বছর শেষে তিন সেমিস্টার পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে ৷ প্রতি ক্লাসের সবগুলো শাখার সমন্বয়ে প্রস্তুতকৃত মেধা তালিকা থেকে প্রথম তিন জনকে পুরষ্কৃত করা হবে

Goodness & Smartness (GAS)

শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার পারদর্শিতা অর্জন করালেই চলবে না, এর পাশাপাশি তাকে মানবিক ও নৈতিক গুণাবলী অর্জনেও সহযোগিতা করতে হবে ৷ প্রকৃত চর্চা ও সুনির্দিষ্ট নিয়মের অধীনে চললে জীবনের সকল ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব ৷ শিক্ষার্থীকে আদর্শবান, ন্যায়পরায়ণ এবং শিক্ষিত মানুষ হিসাবে গড়ে তুলতে মূল বিষয়ের সাথে সহপাঠ হিসাবে Goodness and Smartness (GAS) নামে একটি বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে ৷ বিষয়টির পূর্ণমান ১০০ এবং পাস মান ৮০ ৷

সহপাঠ কার্যক্রম

ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে স্কুলে নিয়মিত সহপাঠ (কো-কারিকুলাম) কার্যক্রম পরিচালনা করা হয় ৷

  • জানুয়ারী মাসে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়৷
  • সাংস্কৃতিক শিক্ষকদের পরিচালনায় উৎসাহী ছাত্র-ছাত্রীদের কুরআন তিলাওয়াত, কবিতা আবৃত্তি, ইসলামী ও দেশাত্ববোধক সংগীত, ছবি আঁকা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় ৷
  • বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়৷
  • বছরে একবার দেয়াল পত্রিকা প্রকাশ করা হয় ৷
  • উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় ভিত্তিক বিভিন্ন খেলাধুলা ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর ব্যবস্থা করা ৷
  • ছাত্র-ছাত্রীদের নিয়মিতভাবে স্কুল পাঠাগার থেকে পাঠ্যসূচীর বাইরে বিনোদন ও জ্ঞানমূলক নানা ধরণের বই প্রদান করা হয় ৷
  • বছরে একবার ’বই পড়া’ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ৷

শ্রেণী কার্যক্রম​ ও সময়সূচী

ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে স্কুলে নিয়মিত সহপাঠ (কো-কারিকুলাম) কার্যক্রম পরিচালনা করা হয় ৷

শাখাশ্রেণীসময়

প্রভাতী

প্লে ও নার্সারী 

১ম ও ২য় শ্রেণী

৩য় থেকে ৫ম শ্রেণী

৮:০০ থেকে ১০:৩০

৮:০০ থেকে ১১:০০

৮:০০ থেকে ১১:২০

দিবা শাখা

প্লে ও নার্সারী

১ম থেকে ৫ম শ্রেণী

১১:২০ থেকে ১:৫০

১১:২০ থেকে ২:২০

অভিভাবকদের সাথে মত বিনিময়

শিক্ষামান উন্নয়ন, মতামত বা অভিযোগ/অনুযোগ যে কোন বিষয়ে অভিভাবক-শিক্ষক মতবিনিময় করা হয়।

শ্রেণী শিক্ষকের সাথে————–প্রতি বৃহস্পতিবার ছুটির পর
প্রধান শিক্ষকের সাথে———— প্রতি মাসের ২য় ও ৪র্থ বৃহস্পতিবার ছুটির পর
পরিচালনা পরষদের সাথে——– প্রতি মাসের শেষ শনিবার সকাল ১১টা

অথবা ই-মেইল করুন- info@childcareschool.org

আপনার মূল্যবান মতামত

স্কুলের মান উন্নয়নে আপনার মূলবান মতামত একান্ত কাম্য।

Scroll to Top